সূচিপত্র


সম্প্রতি প্রকাশিত

আল-ফাতিহাহ

আল-ইখলাস

আল-বাক্বারাহ

আল-মায়িদাহ

আন-নামল

৩০ পারা

বিজ্ঞান

বিবিধ

নতুন আর্টিকেল বের হলে জানতে চাইলে কু’রআনের কথা ফেইসবুক পেইজে লাইক করে রাখুন—

31 thoughts on “সূচিপত্র”

  1. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।।।

    কুরআনের শেষপারার উপর এমন আর্টিকেল নিয়মিত পেতে চাই অন্য সব গুলোর সাথে ।

  2. Mr jabir i extremely like your writing i also try to learn true and authentic islam accordingly to quran and our prophets authentic learning…………..i would like to share my knowledge like you you are attached my FB…… and i already read most of your article ……………….. i am a banker and i feel confused about my profession is there any opinion for me………………………………

  3. জাবির ভাই,আপনার লেখা গুলো খুবই সুন্দর।প্লীজ আপনি যদি আল্লাহর নাম ও গুনাবলি নিয়ে কুরআন হাদীসের তথ্যসহ ব্যাখ্যা করে একটি আর্টিকেল দেন তাহলে আমি খুব উপকৃত হবো।

  4. সত্যিই অনেক সুন্দর একটা সাইট
    অাল্লাহ অাপনাকে উত্তম প্রতিদান দিন।

  5. اَلسَّلاَ مُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَا تُهُ

    إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ

    প্রিয় মুসলিম বাঙালীরা, এখানে যারা নিয়মিত আর্টিকেলগুলো পড়েন বা পড়তেছেন সাথে এ সাইট যিনি যারা ছালাচ্ছেন তারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ আরবী ভাষা ভালভাবে না জানার কারণে আমাদের মধ্যে কুরআন অধ্যায়ন করার মত করার জনপ্রিয়তা এখনও পাইনি । বাংলাদেশে ঐ ধরনের উন্নত মানের কোন কুরআন গবেষণা প্রতিষ্ঠান তেমন একটা চোখে পড়ে না ।

    তার উপর আরবী শব্দ প্রয়োগের নেয় কোন সতর্কতা ।
    কোনটি সাধারণ আরবী শব্দ, আবার কোনটি কুরআনের আরবী শব্দ আমরা তা ব্যবহারে তালগোল পাকিয়ে দিয় ।

    এখন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আসুন বিশেষজ্ঞদের দিকে না তাকিয়ে থেকে কত সহজেই কুরআনের ভাষায় দক্ষতা অর্জন করা যায় এবং বিভিন্ন খুটিনাটি বিষয়াদি নিয়ে একটা বাংলাভাষাভাষীদের জন্য উন্নত এবং আন্তর্জাতিক ডাটাবেজ বা ওয়েবসাইট গঠন করা যায় কিনা ভাবুন ।

    গঠন করার সাথে সাথে ব্যাপক প্রচারের প্রসারের জন্য আমরা ৬৪ জেলায় শিক্ষাগুলো কিভাবে ছড়াই দিতে পারি সেজন্য কি কি প্রদক্ষেপ নেয়া উচিত তার যেন ব্যবস্থা করতে পারি জেলায় জেলায় না গিয়ে ।

    কলকাতা বা পশ্চিমবঙ্গের কথাও আমরা মাথায় রাখতে পারি কেননা ওখানেও বাংলাভাষাভাষী মানুষ কম না ।

    Admin এর কাছ আমার একটি বিষয় জানার আছে তা হল: কুরছি, আরশ, সিংহাসন এ সকল শব্দ দ্বারা আল্লাহ্ কি বুঝাতে ছেয়েছে কুরআনে । আর্টিকেল আকারে প্রকাশ করলে ভাল হয় । ইন শা- আল্লাহ্ সবাই উপকৃত হতেপারে ।

    سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ

    وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ

    وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

    (সূরা আস্ সাফফাত, সূরা নং ৩৭, আয়াত নং ১৮০ – ১৮২)

  6. কুরআনের কথা অ্যাপসে ৩০ পারার সূরাহ গুলি আসছে না। ভাইয়া প্লিজ বিষয়টা দেখবেন।

  7. আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করুন

  8. অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম এই বই মেলাতে বই হিসাবে পাবো।আম্মার জন্য এক কপি নিবো।

  9. অামাদের পাঠ্য বইয়ে বিজ্ঞান বইয়ের প্রাকৃতিক পরিবেশ নিয়ে একটা প্রশ্ন থাকে,
    প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
    কিছু বইয়ে উত্তর এভাবে দেওয়া হয়: প্রাকৃতিক ভাবে সৃষ্ট সকল জিনিস কে প্রাকৃতিক পরিবেশ বলে।
    এই বাক্য টি কতটুকু সত্য এই বিষয়ে জানতে চাচ্ছি।
    অামি একটা ইসলামিক বইয়ে পড়েছি যে প্রাকৃতিক সৃষ্টি, প্রকৃতিগত ভাবে তৈরি এই কথা যদি কোনো মুমিন বিশ্বাস করে তাহলে সে শিরক করলো। (এই বিষয় নিয়ে একটা পোষ্ট চাই)

  10. আসসালামু আলাইকুম,আমার নাম মোহাম্মদ হাফিজ উল্লাহ।আমি অনলাইন আরবি ব্যকরণ শিক্ষক।একজন ইসলামিক ইউটিঊবার।আমি কি আপনার লিখা থেকে ভিডিও বানাতে পারি অথবা আপনার লিখা তথ্য থেকে ভিডিও বানাতে পারি।অথবা আংশিক বা সম্পূর্ণ তথ্য নিয়ে ভিডিও বানাতে পারি।যাজাক আল্লাহ

  11. আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার লেখা আর্টিকেল গুলো পড়ে অনেক শিখতে পারছি এবং বুঝতে পারছি। আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক।
    ভাইয়া আপনার কাছে একটা প্রশ্ন ছিল।
    আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে সূরা আল হাজ্জ এর ৪৭ নং আয়াতে আল্লাহ বলেছেন যে,”তোমার প্রতিপালকের একদিন তোমাদের গণনায় ১০০০ বছরের সমান।” আল্লাহ তায়ালা তো সময়ের উধধে তিনি তো সময়ের মধ্যে আবদ্ধ নন। সময়কে তিনিই সৃষ্টি করেছন।এই আয়াতে আল্লাহ তায়ালা তার একদিন বলতে কি বুঝিয়েছেন? ভাইয়া আমার সীমিত জ্ঞান এর কারনে আমার পক্ষে এটা বুঝা সম্ভব হচ্ছেনা। আপনি বুঝিয়ে দিলে উপকৃত হতাম
    ধন্যবাদ।

    1. এই আয়াতে আক্ষরিক অর্থে একদিন বা এক হাজার বছর ধরার কারণ নেই। আরবীতে একদিন কে এক-পর্যায় এবং হাজার বছরকে হাজার-হাজার বছর বা অনেক লম্বা সময় বলা যায়। এখানে যা বুঝানো হচ্ছে যে, আমাদের কাছে মনে হতে পারে বিরাট লম্বা সময়, কিন্তু আল্লাহর কাছে সেটা কোনো ব্যাপার নয়।
      আর আল্লাহর দৃষ্টিতে সময় বলতে আল্লাহই সময়ের মধ্যে –এটা বোঝায় না। শুধুই বোঝায় যে, আল্লাহ সময়কে আমাদের থেকে ভিন্ন ভাবে দেখেন। এটা কখনোই হতে পারে না যে, আমাদের কাছে সময়ের দৈর্ঘ্য যেমন মনে হয়, তাঁর কাছেও সেরকমই মনে হবে।

  12. অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন ভাই । আপনার দীর্ঘায়ু কামনা করছি।

  13. ভাই আপনার জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি। আপনাকে যেন আল্লাহতালার দীর্ঘ হায়াত এবং নেক হায়াত দান করেন। যাতে করে এই ভাবে দ্বীনের খেদমত করতে পারেন।

  14. ভাই আমি তো facebook use করি না কিভাবে নতুন article এব updated পাব

  15. আস্সালামু আলাইকুম ,
    প্রিয় ভাই ওমর আল জাবির ,
    অনেকদিন হলো কোরআনের কথা এই ওয়েবে আপডেট পাচ্ছিনা । এটাকি বন্ধ করে দিয়েছেন নাকি অন্য কোন নতুন ওয়েব লিংকে আছে। আলহামদুলিল্লাহ এখান থেকে অনেক উপকৃত হয়েছি ।
    জানাবেন প্লিজ। আর গুগোল প্লেতে আছে কিন্তু এটা আই ফোনে এপল স্টোরে নাই । আইফোনের জন্য কোন আপডেট ভার্সন আছে কি না। ধন্যবাদ

  16. Aassalamu Alaikum.
    Quraner Kotha Book is excellent book to understand the Quran in our heart touching. I hope that you will be worked for full Quran Mazid like this.

    Do you work for the full Quran Mazid like the Quraner Kotha?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *